আমি যাকে  ভালোবাসি,
আমি আমার মতো করে ভালোবাসি ।
আমার প্রয়োজন হয় না ,
তার সাথে কথা বলার বা ফোন কল এর ।
বা তার রূপ সৌন্দর্য ও স্থুল শরীরের ।
আমি জানতেও চাই না
তার ভূত বর্তমান ভবিষ্যৎ ।
কাউকে ভালোবাসতে গেলে ,
শুধু দরকার  একটা সুন্দর  অনুভূতির ।
প্রয়োজন হয় না আমার এটা  জানতে,
সে আমাকে ভালোবাসে কিনা ।
নিজের সমস্ত বিশ্বাস ভরসা দিয়ে
তাকে ছেড়ে রাখি মুক্ত আকাশে ।
তার ভালোবাসা বুঝে নিতে
অপেক্ষা করি ভবিষ্যতের শেষ দিনটির ।  
এক সাথে হাত ধরে পথ চলেও দেখেছি ।
একদিন সে হাত ছেড়ে পথ আলাদা হয়েছে ।
এক সাথে পলাশ ফুল পেরেছি ।
পলাশের মালা তার খোঁপায় পরিয়ে দিয়েও,
ভালোবেসেছি রাঙ্গা মাটির দেশে ।
সে ভালোবাসাও গ্রীষ্মের প্রখর রোদে,
পুড়ে ছাই  হয়ে ধুলোয় মিশে গিয়েছে ।
তবুও কোনো শূন্যতা বা আক্ষেপ আমার নেই ।
আজো  আমি আছি আমার মতো করে ।
আমি হারায়নি  কোনো কিছুই
সবটাই  আছে আমার ভিতর জুড়ে অনুভূতিতে ।
হারিয়েছে সে, যে একদিন আমার হাত ধরেছিল ।
যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ।
তার প্রতি বিশ্বাস ভরসা হারাই  কি করে ?
তবুও বিস্বাসঘাতকতার প্রমান পেয়ে ,
চুপ ও বধির থেকেছি চিরন্তন শুভ কামনায় ।
চলে যাবার দিন ভালোবেসে বলেছিলাম ।
নতুন পথের অনেক  শুভেচ্ছা রইল ।