ছেড়ে চলে যাচ্ছো? যাও। ,
তবে যাবার আগে শুনে যাও ,
যে সত্যকে ছেড়ে যাচ্ছ  
পুনরায় আর ফিরে পাবে না।
অন্তরের নিখুঁত শিল্প সত্তা দিয়ে
যে মূর্তি হৃদয় নির্মাণ করেছিলাম
তার সৌন্দর্য নির্মাণ হতেই
মুক্ত হবার নেশায়  হৃদয় বিদীর্ণ করেছো
এতো তোমার মুক্তির আনন্দ ?
তোমায় বাধা দেব কি করে ?
চেয়ে দেখো সামনের দিকে
পশ্চিম আকাশ লাল হয়েছে
তুমি তো আমারি নির্মিত কল্পনা
না আমি তোমাকে ঘৃণা করতে পারবো না
তবে শুভেচ্ছা থাকলো
তোমার নতুন যাত্রার নতুন স্বপ্নের।
প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা রক্ত বিন্দুতে
যাকে নিয়ে দিন কাটিয়েছি
তাকে নতুনের স্বাদ উপভোগ করতে দেব না ?
না আমি এতটা স্বার্থপর নই
তবে কখনো যদি ফিরে তাকাও
আর ফিরে  দেখো যে আমি নেই
জেনে রাখবে আমি ভালো আছি
তোমারই কল্পনায় তোমারই নতুন অনুভূতিতে।
তুমি ভালো আছো জেনে আমিও ভালো আছি