মশা গুলো বড্ডো জ্বালায়
                 যায় না থাকা শান্ত,
ডান  দিকে ভোঁ ভা করে তো ,
        বাম  দিক থেকে পুঁ  অন্ত।
মশা গুলো বড্ডো জ্বালায়
           টুকুস করে কামড়ে দেয়
পিছন ফিরতেই কানের তলায়।
দোষ কি তোদের ভাই রে আমার
            খাবি তো শুধু রক্ত,
হার মাংস খেলো সমাজ
             তোরা তো আমার ভক্ত।
তাও  তো তোরা থাকিস পাশে
             গান শোনাস  বড়ো  মিষ্টি ,
বাইরে গেলেই দেখতে পাই
               রক্তের অঝর বৃষ্টি।
নাবালিকরা হত্যা হয়
          ক্ষমতার বিষম আড়ালে,
তোরা তো ভাই আদর করিস
                টুকুস টাকুস কামড়ে।
ধূপের গন্ধ জ্বালবো যখন
      জানি আসবি না তোরা আর,
তাও ভালো,  থাকিস তোরা
              হেথায় বিপ্লব করা ভার।
সেদিনের ছোট্ট শিশু
                জ্বললো শশান ঘাটে ,
বাবা কাঁদে মা কাঁদে
                   কাঁদি একলা রাতে।
মাংসের পোড়া গন্ধ পেয়ে
                    একটু ভেবে দেখিস,
গান গেয়ে যা, কামরাস না ভাই
                 যদি একটু খানি বুঝিস।