গোলাপ আমি পছন্দ করি না।
বড্ড সে তার বাহারে বহুরূপী
কখনো সে রক্তাক্ত লাল বর্ণের
কখনো ধূসর শ্বেত বর্ণের।
কখনো নীলাভ কখনো বা তার
নিজের বর্ণ গোলাপী বা হলুদ।
কেউ হাতে একটা গোলাপ ধরিয়ে,
ভালোবাসার আত্ম প্রকাশে
একদিন মুছে দিয়ে যায় সব সম্পর্ক।
রক্ত বর্ণের সেই গোলাপ থেকে যায়
রক্তাক্ত হৃদয়ের রক্ত কণায়।
কেউ হাতে হলুদ গোলাপ ধরিয়ে
নতুন বন্ধুত্বের আত্ম প্রকাশে
কলঙ্কিত করে বন্ধুত্বের বিশ্বাস কে।
দীর্ঘ দিনের বহু প্রতিশ্রুতির
বাঁধন ছিঁড়ে যায় গোলাপের কাটা ঝোপে।
ফুল উপহার দিয়ে যদি সম্পর্ক দৃঢ় করতেই হয়
তবে দৃঢ় হোক মনের সম্পর্ক।
বিশ্বাসের সম্পর্ক, প্রতিশ্রুতির সম্পর্ক,
সেদিন সাজাবো তোমায় জুঁই ফুলে।
তোমার ফোঁপায় পরিয়ে দেব,
পলাশের মালা, বেলী ফুলের মালা।
মুঠো ভরা শিউলি তুলে দেব তোমার হাতে।
রজনীগন্ধা হাতে দিয়ে বলবো,
আমি গোলাপ ভালোবাসি না।
আমি তোমাকে ভালোবাসি।