সারা দিন নিজের সাথে কথা বলতে পারি
          সারা দিন নিজের অনুভূতি গুলো নিয়ে,
                               ঘর সাজাতে  জানি।
মেঘের দিকে তাকিয়ে,
                   স্বপ্নের ছবি আঁকতে জানি।
অবহেলার সংখ্যা গুলো অনেক বেশি হলেও,
             বৃষ্টিতে ভিজে সেগুলো ধুয়ে ফেলতে পারি।
তোর সাথে কথা বলতে আমার  
                   তোকে প্রয়োজন  হবে না কখনো।
আমি যতটা কাছে যেতে পারি,
                       তার চেয়েও যেতে পারি অনেক দূরে।
লুকিয়ে রাখতে জানি নিজের কান্না
             কষ্টের পাহাড় বুকে নিয়ে ও হাসতে জানি ।
তোর সাথে কথা বলতে আমার,  
                             ভাবিস না  তোকে প্রয়োজন হবে।
কথা তো বলি বলো !  হা বলিস আমি জানি
                  সে কথা শুধু  উত্তর হয়ে ফিরে আসে।
উত্তরের অপেক্ষায় আমি থাকি না
                     ভাবছি চলে যাবো তারা দেড় দেশে।
তোর সাথে কথা বলতে আমার,
                     ভাবছিস কি তোকে প্রয়োজন হবে?