মিথ্যে স্বপ্নতে নষ্ট হয় কিছু মন
জেগে ঘুমানোর অভ্যাসে
মোক্ষ লাভের ভ্রমে যখন মন ছুটে যায়
মৃর্তু সম তৃষ্ণায় দিন কাটাতে
আরো বন্দী হয়ে পরে মায়ার সংসারে।
এ যেন এক কোন অভিশাপ
না বলা অনেক কথা গুমরে থাকে অন্তরে
না পেয়ে পাওয়ার একটু আনন্দ
জোর করে বুঝিয়ে দেয় বাঁচতে হবে
নীরবতায় আটকে থাকা কণ্ঠ
বার বার কিছু বলতে চায় চিৎকারে
মিথ্যে স্বপ্নতে নষ্ট হয় অনেক জীবন
স্বপ্ন গুলো বার বার ভেসে যায় ভেজা চোখে
স্বপ্নাঙ্গনে কত কথাই না হয়েছিল
কত সুর বেজেছিল তালে ছন্দে
হঠাৎ ছিঁড়ে যাওয়া বীণার তার জড়ায় কন্ঠে
মিলে  যাওয়া সুর আর বাজতে চায় না
নীরব টানাপড়েন বন্ধ চোখের দৃষ্টিতে
অপরাধ না মূর্খামি, নাকি নিছক পাগলামি
হিসেব  মেলাতে সময় কাটে একাকিত্বে
শুধু থেকে যায় ব্যাঙ্গার্থের মিষ্টি হাসি