আজ প্রভাতের নিদ্রা ভাঙ্গনের পর
আমি ছিলাম ভীষণ ই  আতংকিত
এক নূতন অজানা অচেনা মানুষের
সুন্দর আগমনে কম্পিত হৃদয়
ভাবনার ছিল না কোনো কুল কিনারা
সবিনয় নিবেদনে জানতে চাইলাম
তার মনের ইচ্ছে কেনই বা মোর দুয়ারে
স্পষ্ট হয় নাই তার আগমনের বার্তা
বুঝিলাম সম দুটি মনের ব্যাকুলতা
ছন্দে ছন্দে আকাঙ্খা গুলোর মুক্তি চায়
হয়তো বা তার ঘরে ও আলো জ্বলে না
বুঝিলাম দায়িত্ববোধে ব্যাকুল তার মন
ছোট্ট এক শিশু তার ই  অপেক্ষায়
একলা পথ চলা সেই আগমনীর
না বলা কথা অন্তরেই রইয়া গেলো
হয়তো বা দগদগে স্মৃতির পুনরাবৃত্তি
হয়তো বা আবার ফিরিয়া আসিবে
দুঃখ রাগ প্রেম যে পথে মুক্তি পায়
সে কি তার ই  সন্ধানে ? বুঝি নাই এখনো
অধীর অপেক্ষায় আমি, মুক্তির আতঙ্ক