পাগলের মতো ভালোবাসতে
       জানা মানুষ গুলো
বার বার ঠকে গিয়েও
       বিরল ভালোবাসতে থাকে
কেউ বছরের পর বছর
           নিঃস্ব করে দিয়ে ঠকায়
কেউ বা দু চার দিনের
                আলাপে প্রতিশ্রুতিতে।
তবুও মানুষ গুলো পাশে  
              থাকতে চায় জড়িয়ে
কিছুই না পাওয়া  মানুষ গুলো
            হারায় টা  কি ?
সময়ের সাথে সাথে
         আরো ভালোবাসতে শেখে।
ভেজা সান্ত্বনা টুকই
            শুধু  রয়ে যায় মনের গভীরে
একদিন হলেও কেউ তো
                প্রাণের ছোঁয়া দিয়েছিলো
ভালোবাসতে চায় কারণ
             হারানোর ভয় থাকে না
যারা এসে চলে গেলো
              প্রয়োজন টুক তাদের ছিল
জোয়ার ভাঁটা  ছাড়া
               যেমন নদীর শুদ্ধতা থাকেনা
ভালোবাসতে জানা
             মানুষ গুলো ও শুদ্ধ থাকে
জীবনের অন্তিম দিন পর্যন্ত
                এই সকল প্রাণের পরশে
এই মানুষ গুলোর
               স্থূল শরীরের প্রয়োজন হয় না
দেখার প্রয়োজন হয় না
                 চোখ দিয়ে রূপের ঝলক
শুধু আত্মার অনুভূতিতে
                   শীতল থাকে দেহ মন
একদিন এরাও ঠকাবে
                 জীবনের অন্তিম নিঃশ্বাসে।