আমি যে তোমায় বড্ড ভালোবেসে ফেলেছি।  
ভেবেছিলাম পায় পায় চলবো ,
জীবনের শেষ কিছু দিন।
না, তুমি আমার প্রথম ভালোবাসা নাও,  
তুমি আমার তৃতীয়া।
একাকীত্বের অন্ধকারে , দায়িত্বের ভারে ,
আজ আমি শূন্যতায় এক প্রাপ্তবয়স্ক।
প্রথম যাকে  ভালবেসেছিলাম !
সে কোনো দিন বুঝতেই পারেনি
আমার ভালোবাসার গভীরতা।
আমার ছোট ছোট চাওয়া পাওয়া,
আমার ইচ্ছে  গুলোকে মূল্য হীন করে ,
দূরে সরিয়ে রেখে উদাসীনতার চাদরে ,
গা ঢেকে অজুহাতের পাহাড় বুনেছে।
হয়তো আমার ইচ্ছে গুলো তাকে,
অনেক সুন্দর ও সমৃদ্ধ করতো।
কিন্তু , যাক সে সব কথা নাই বা জানলে।
এবার শোনো আমার দ্বিতীয়ার কথা।
সে যখন বুঝে ছিলো আমি তাকে ভালোবাসি ,
দিবা রাত্রি তাকে চোখে হারাই , আগলে রাখি ,
বেজায় সুযোগের রাস্তা তার হাতে।
মনে মনে খেলা হবে শ্লোগানে এগিয়ে চলা।
হা হা হা মূর্খ আমি তার সেই খেলা বুঝতেই পারি নি।
প্রয়োজনের পণ্য হিসেবে ব্যবহৃত আমি,
অলংকারে, প্রসাধনীতে, জাকঁজমকে কত দিন আর ?
ভালোবাসার সমাপ্তি নেই, কিন্তু পণ্যের তো সমাপ্তি আছে ।
যেদিন সেই পণ্যের ব্যবহার কমে গেলো,
অমনি আমি ছিটকে পড়লাম ডাস্টবিনে তার আঘাতে ।
মিউনিসিপ্যালিটির গাড়িতে চড়ে বাড়ি ফিরি।
গায় লেগে থাকা অনেক আবর্জনাকে,
ধীরে ধীরে যখন সব ধুয়ে পরিষ্কার করে ফেলেছি
ভেবেছিলাম মনের ভিতরের নিখুঁত ভালোবাসাকে
পুড়িয়ে ফেলে এক কঠিন মনের মানুষ হবো।
ঠিক সেই সময় তোমাকে দেখা, পোড়াতে পারলাম না।
তুমি হলে আমার তৃতীয়া, বড্ড ভালোবাসি।
নষ্ট মানুষ একটা, এতো কিছুর পর ও আবার ?
হা নষ্ট মানুষ আমি, কারণ আমি ভালোবাসতে জানি।
কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তখন ,
যখন দেখলাম তৃতীয়া আমার দিকে ফিরেও তাকালোনা
একবার বুঝতে চাইলোনা আমার চাউনি।
অবহেলায় পাশ কাটিয়ে চলে যাবার কারণ,
আমি ভালোবাসতে জানি আমি প্রাপ্তবয়স্ক,