এখানেই  স্বর্গ এখানেই  নরক ,
                           নাই আর বহুদূর।
মানুষের মাঝেই স্বর্গ নরক,
                        মানুষত্বেই  সুরাসুর।
হে ঈশ্বর কেমন সৃষ্টি তোমার ,
                           কেমন এ  বিচার।
তোমার বানানো ভেদাভেদে ,
                       সব আজ একাকার।
মুক্ত করো তোমার পৃথিবীকে,
                         দাও তোমার দীপ্ত।
মরণ হতে রক্ষা করো ,
                 তোমার চরণে সমর্পিত।
পাপ পূণ্যের সারাৎসার,
                   করিও না বিচার আর।
স্বীকার কারো প্রার্থনা মম ,
               নাও ফিরায়ে  ন্যায় দন্ড।
মহামারীর মহা উল্লাশে ,
                     বেশুমার মানবকূল  ।
চিতার আগুনে দগ্ধ ধরণী,
                 রুদ্ধ করো শ্মশান দ্বার।