প্রিয় খুব ছোট্ট একটা ভালো লাগা কথা
               প্রিয়র  বিস্তার অনেক বরো
তাই তুই আমার প্রিয় হতে চাস  না
                              প্রিয় কে নয় বল তো ?
আজ যারা অপ্রিয় তারাও
              একদিন হয়ে উঠতে পারে প্রিয়
দুদিনের পরিচয়ের মানুষ টাও প্রিয়
               কুড়ি বছরের পুরোনো ও প্রিয়
তাই তুই প্রিয় দেড় ভিড়ে মিশে যাস  না
কত শত  প্রিয়দের মাঝে
                   তোকে যদি খুঁজে না পাই
তাই তো একবারও বলিনি তুই আমার প্রিয়
কোন প্রিয়র আগে তোকে বসাবো বল তো
বাবা প্রিয় মা প্রিয় আত্মীয় সুজন কত প্রিয়
কার আগে থাকবি তুই ?
তাই তুই আমার প্রিয় হতে চাস  না
যাকে  কোনো দিন ভালো লাগে নি
           তাকেও খুশি করতে বলেছি প্রিয়
কত শত মিথ্যে প্রিয় আছে
            কত সত্যি  প্রিয় আজ হারিয়ে  গিয়েছে
তুইও কি হারিয়ে জাবি ?
                       তাই তুই আমার প্রিয় হতে চাস  না
সত্যি  মিথ্যে প্রিয়দের মতো হারিয়ে যাস  না
মিছেমিছিই প্রিয় বলেছি বহু বার
      সে প্রিয় পাল্টে যায় সন্ধে গড়িয়ে হলে রাত
তাই তুই আমার প্রিয় হতে চাস  না
     সত্যি  মিথ্যে প্রিয়দের মতো হারিয়ে যেতে চাস  না