তখন আমায় নাই বা মনে রাখলে
না, যারা প্রতারক হয় তারা মনে রাখে না।
যে মানুষ টা লক্ষ বার ক্ষমায়,
লক্ষ বার ট্রমায় দাড়ি কমায় আঁকড়ে
ধরে রাখতে চায় আগলে রাখতে চায়
সে আর যাই হোক কোনো দিন
ভুলতে পারেনা ভুলতে চায় ও না।
শরীর ময় লুকোচুরি খেলাকে ভোলা যায় না
নীরব চোখ দুটো সব সময় দেখতে থাকে
প্রতারকের ধুলোবালি কালী মাখা মুখ টাকে
ঘুমবো ঘুমবো করেও ঘুম আসে না
প্রতারকের নির্মম স্মৃতি গুলো ঘুমোতে দেয় না।
ভুলে যেতে পারলে সব স্মৃতি মুছে ফেলতে পারলে
লেখা হত না গল্প উপন্যাস জন্ম হতো না
নতুন কবিতার।