ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাক।  
ভালোবাসার মানুষ কথা না বলুক।
ভালোবাসার মানুষ আঘাত করুক।
দম বন্ধ করা কষ্ট হয় তখন ,
যখন তার কোনো খোঁজ পাওয়া না যায়।
ভালোবাসার মানুষ অভিমানে বাঁচুক
দূরে গিয়ে ভালোবাসার মানুষ ঘৃণা করুক
তবুও সে ভালো থাকুক সুস্থ থাকুক।
দূর থেকে হলেও দেখাক তার ভালো থাকা।
দম বন্ধ করা কষ্ট হয় তখন ,
যখন জানা যায় ভালো থাকতে ছেড়ে গিয়েও
সে ভালো নেই সুস্থ নেই তার জগতে।
যে সত্যি ভালোবাসে সে তো এইটুকুই চায়
ভালোবাসার মানুষ টা ভালো থাকুক
তার জগতে হেসে খেলে সুস্থতায় ।
ভালোবাসতে তো অনুভূতির প্রয়োজন
অনুভূতিতে যখন ভালোবাসা যায়
নির্বোধ মানুষ টা শুধু খুঁজে বেড়ায় ।
সব কিছু কে তুচ্ছ করে দূরে সরিয়ে,
তার' ভালো থাকা দেখতে চায় ।
ভালোবাসার মানুষ টা অবহেলার হাসিটাও হাসলে,
অবহেলিতোর মনে সেই হাসিতে মুগ্ধতা আনে।
ভালোবাসার মানুষ টা আর যাই করুক
সুস্থ থাকুক সে ভালো থাকুক