একটি দাঁড় কাক,
বসে থাকে একাকী
চিমনীতে কালো ধোঁয়া
শুষে নিয়ে সে কাহিল
সাদা বক গেলে উড়ে,
তারা তারে ডেকে বলে,
আয় ওরে, 'কাক ভাই
আমাদের সাথে আয়
নদীটির ঐ পারে কাশফুল হেলে-দুলে
বেণী ছেড়ে ঢলে পরে একে আরেকায়।'
চল ভাই,'ঘুরে দেখি
বিল মাঝে খেয়ামাঝি,
কি করিয়া পাল তুলে একেঁবেঁকে যায়!
দরদ মাখিয়া সে,
গেয়ে যায় বাতাসে,
কলমির ডগাতে সুর খেলে যায়।
রঙ মাখা জল ছুঁয়ে,
জল কীট ঘুরেফিরে,
চিকন ঢেউ তুলে থাকে পাহারায়। '


তামাশায় হেঁসে পরে
যায় তারা দূরে উড়ে
প্রতিদিন,প্রতি রোজ এমনি খেলায়
কাক তবু নড়ে না
কোন কথা বলে না
নিচে চেয়ে চিমনীতে ঠোঁট সে ডুবায়
বেশ কতদিন হল
কাকটি যে মারা গেলো
বকেরা উড়ে যায় বিমল মুখে
তামাশার মায়া মনে বাসা বেঁধেছে


একদিন একই হালে
করুণা দৃষ্টি ভরে
চিমনীতে চেয়ে দেখে করে নত শির
কালো রঙ ছেয়ে গেছে
শুভ্র শরীর জুড়ে
বাতাসের গায়ে যেন কালোদের ভিড়