যন্তর মন্তর ছু জাদু মন্তর
এক ফুঁকে ছেয়ে যাবে বাহির ও অন্তর
একে একে খুলে যাবে অন্ত্রের পেঁচ
কমে যাবে বিলাসের তিক্ত আমেজ


বিচ্ছুর কামড়েতে ভালোবাসা দেখবে
গোলাপের কাঁটাতে কপাল না কুঁচবে
বিলাপের স্বর হবে ছন্দমধুর
গদ্যের পঙক্তিতে বসে যাবে সুর


আবেগের রসে ডুবে ভিজবেনা কেশ
ট্র্যাজেডি চরিত্রের না রবে আবেশ
রোমিও-জুলিয়েট, চণ্ডি-রজক কথা
আঁকবে না আর প্রাণে বায়বীয় ব্যথা  
অবাক হয়েই রবে,কে দেখেছ কবে
ঝঞ্ঝায় ঝরছে না আমের মুকুল
লজ্জায় এলোকেশী ঘোমটার পাশ টানি
ঈষাণের মেঘ লয়ে বিরাট ব্যাকুল


বলি ভাই,জাদুকর দিয়ে যাও ফুঁক
দেখি তোমার কেরামতি, ছাড়ায় কি অসুখ
সে তো বহুকাল হলো,স্বপ্ন ফুঁড়িয়ে এলো
পৃথিবী বুজেনি চোখ আরেকটি বার
নদীর দুটি কূল,একই গাছে শত ফুল
খবর কি রেখেছে একে আরেকার


বলি তাই দাও ফুঁক প্রাণেতে সবার
তোমার মন্ত্র কথায় মিলে যদি সার