কাঠগড়াতে কোন সে পাপী,
নালিশ কি, শুনি বল
"জনাব,সে ঝোপের ভেতর ইট মেরেছে
খাটায়ে সমস্ত বল। "
তাতে আবার হলো কিহে,
কি? বাধঁলো কিসে আবার গোল?
"নিহত যে জোনাক কতেক
মাতম কান্নার ঢল,
তাইতো আপনার দ্বারস্থ হইলো
জোনাকির এক দল।"
খুলে বলো ও মহাশয় বিড়ম্বনা কি,
হেকিম আমি ন্যায়-অন্যায়ের দায় নিয়াছি!
"বহুকাল ধরে ঝোপ সে খানা
জোনাকির আস্তানা,
আদি ভিটায় পাওয়া মোদের
ভালোবাসায় বুনা,
বেশ কিছুদিন ধরে এদের ঘটেছে উদ্ভব
আজ অবধি বেঁচে,আছি খোদার রহমত
ইচ্ছে হলে মনের খেলে ইট পাটকেল ছোঁড়ে
আদি ভিটা রূপ নিয়াছে জোনাকির কবরে। "
শুনলাম সবি,অনেক ভাবী, রায় করেছি ঠিক,
ঝোপ সেইখানে রইবেনা আর, জোনাকিরাই বেঠিক।