যদি ধার নেওয়া যেত
                 আকাশের নীল
শান্ত শরীর হতো
                    সমাধি সলিল ।


তবু যদি নিয়ে নাও
                   গোলাপের লাল
উষ্ণতা নিয়ে হবে
                    লাজে রাঙা গাল ।


কভু যদি ক্ষোভ জাগে
                   সবুজ পাতায়
ঈর্ষারা মন ভারী
                  করে দিয়ে যায়,


সর্ষে ফুলের ক্ষেতে
                    হলদে আলোতে
সব খুশি ধরা আছে
                      সবার ভালোতে।


জারুলের বেগুনিতে
                  ভরসার গান
গৈরিকি ত্যাগে ভাসে
                    মুক্তির জ্ঞান।


সাদা কালো ক্যানভাসে
                    স্মৃতির ভুবন
ভুলে এসো, সাত রাঙা
                   রাঙাতে জীবন।


রাতগুলো আলো করে
                     কালো দিক মুছে
ভালোবাসা থরে থরে
                       সাজুক খুশিতে।।