আমার মৃত্যুর পর তুমি এসো
দুফোঁটা চোখের জল ফেলো
আর একবুক দীর্ঘশ্বাস - বড্ডো অকালে চলে গেলো।
কিন্তু আমার সাথে দেখা হবে না,
নির্বাক বাক্যালাপ আর হবে না,
মুখে রুমাল চাপা হাসি স্মৃতি হলো।।


আমার মৃত্যুর পরে এসো তুমি
আর চাইলেও পারবো না আমি
হটাৎ করে বুকে জড়িয়ে তোমাকে করতে অপ্রস্তুত।
থাকবো না নতুন কোনো গল্পেতে আর,
পায়ে পায়ে দুপুরের রোদে ঘোরা হবে না আবার,
টোল খাওয়া সরল হাসি আজ ছবিতে হবে বিধুত।।


তবু যদি আসো ভুল করে
অতীতের আশা কিছু এনো না আঁচল ভরে,
হাড়জিরে সত্যিতে লাগবে না আর মিঠের প্রলেপ।
তার চেয়ে ঢের ভালো রব বেদনাতে,
মাঝে মাঝে উঠে আসা স্মৃতি ধারাপাতে,
ধুয়ে দেবে বাদবাকি যেটুকু খারাপ- আমার মৃত্যুর আক্ষেপ।।