আজ কি তোমার ফুরফুরে মন  
নাকি যেমন তেমন কাটছে জীবন
স্বপ্নের জাল বুনে,  


আজ কি তুমি শিকল ছাড়া
নাকি তোমায় করছে তাড়া
ক্ষত ভরা ফাল্গুনে।  


স্বপ্ন যদি নাও বা হবে  
কাল কি খাব ভাবছো তবে
বাঁচার আন্দোলনে,


ইচ্ছে গুলোর পুটুলি করে
কল্পনাতে রাখছ ভরে
শহীদের সম্মানে।


কিম্বা যদি এমন হত
সতিত অতীত হারিয়ে যেত
ভাবনার আকালে,


হাসি দুঃখ যত্নে ভরা
এই ক্ষণেতেই থাকত ধরা
সুখ যাহারে বলে।


অনেক হল সবুর করা
মরা সখের ইটে গড়া
নকল বুধিগড়,  


আয় না এবার বাঁচতে শিখি
বর্তমানেই সাজিয়ে রাখি
জীবন খেলাঘর ।।