একটু দূর থেকে ছোঁয়ার দূরত্বের বাইরে
সদ্য ফোটা সূর্যের আলোয় দাঁড়িয়ে
বৃষ্টিস্নাত সকালের কোমল স্নিগ্ধ অনুভূতি।


আরেকটু কাছে নিঃসঙ্গতার খুব কাছাকাছি
বাকি থাকা আন্তরিকতা বসে পাশাপাশি
শরতের মেঘে ওড়া প্রেমের আকুতি।।


তারপর সুপ্ত বাসনার কোন এক প্রার্থিত মুহূর্তে
লজ্জাবনত আঁখির ছোঁয়াছুঁয়ির দুরত্বে
নিঃশ্বাসের শব্দ ছাপিয়ে যায় নিস্তব্ধতা।


অলস সন্ধ্যাজাগা রাতের বিরক্ত ঝিমুনি কাটে
শেষ ট্রেনের সাইরেনে নেশার ঘোর ছোটে
পড়ে থাকে পরিত্যক্ত গ্লানি আর শুন্যতা।।


দৃষ্টির দূরে যে ছিল পাদপদ্মের কোমল কমল
সৃষ্টির শেষ বুঝি পেলে তাকে জীবন সফল
আবেগের স্রোতে দোলে আশা আর আকাঙ্খায়।


মাপকাঠি মিলে গেলে দিগন্তের সীমানাতে
সেই সুন্দর যেই প্রবেশ করে অনুভূতিতে
সৌন্দর্যের দৃষ্টি হারায় সহজলভ্যতার নব্যতায়।।


তাই সুন্দর তুমি দূরে থাকো দর্শকের দৃষ্টিতে,
তাই সুন্দর তুমি ছেয়ে থাকো প্রকৃতির অনাসৃষ্টিতে,
  আবেশে ঘিরে থাকো, স্বপ্নের গড়া ঘরে থাকো।


   ছুঁয়ে দিলে মূড়ে যাবে চেতনার আড়ালে
রোজকার হয়ে যাবে শব্দতে মোড়ালে
তাই কাছ থেকে দূরে থাকো, অনুভূতি ঘিরে থাকো।


আর থাক কবিতা ফুল পাখি গান থাক
শুধু দৃষ্টিকোণ বদলে সৌন্দর্যের ভারসাম্য নষ্ট করার অপরাধ, না হয় অধরাই থাক।


@রাজু