আজ কি বাতাস আগের থেকে একটু বেশী ভারী,
মুখ গোমড়া আকাশ বুঝি মেঘের সাথে করল আড়ি,  
স্মৃতির ভেলায় ইচ্ছেরা কি তেপান্তরে  দিচ্ছে পাড়ি,
কোন অভিমানে তাঁরারা সব যাচ্ছে দূরে সরে সরে,
সলতে পোড়া ধোঁয়ায় চেপে অচিন দেশে আসছে ঘুরে।  


আজ কি নদীর মন ভালো নেই বাষ্প ভরা বুকে,
কলতানের কুলুপ আঁটা বাঁধন দিলো মুখে,
গাছের পাতায় নীরবতা বন্ধ কেন সরসরানি,
কোথায় গেলো পাখির বাসায় কিশোর বুকের ধড়ফড়ানি।


দেয়না ধরা তেমন পারা ছেলেবেলায় হারিয়ে যাওয়া,  
এক চিলতে রোঁদে মাখা খুশীর হাওয়ায় উজান বাওয়া,  
চেতনা এসে জং ধরালো, বোধের ভিড়ে হারিয়ে গেলো,
বড়ো হওয়ার সাধটি এসে আনন্দ সব করলো মাটি,
কলতলাতে রইল পড়ে এঁটো মায়ার পাথর বাটি।