উন্নয়নের রাশিটাও হয়ে গেছে বাসি,
পড়ে আছে নবান্নতে, কোদাল দিয়ে চাঁচি।


রাজভবনের বাসভবনে ঘুঘু খেলা করে,
ফাঁদের ফাঁকে উঁকি দিয়ে শনির পাঁচালী পড়ে।


চিনা চাচার চাওমিনের রেসিপি চুরি করে,
অর্থনীতির রাজনীতি মদের বোতলে ঘোরে।


কাস্তে দাদুর ধুতি খুলে অ্যাম্বাস্যাডার মুছি,
আচ্ছে দিনের ঢেকুর তুলে পচা মাটি খুচি।


বোকা ছেলে আটা বেচেঁ ডেটার সঞ্চয় করে,
দুপুর বেলায় ঠাকুরপো জানালায় টোকা মারে।


চুলের ভেতর হুল খেয়ে ভাইরাসের মাসি,
ভার্চুয়ালের ছোঁয়াচ লেগে রুমাল চেপে কাশি।


ভাতের খোঁজে হাভাতেরা চাঁদটা চুরি করে,
পোড়া রুটির ছেকা খেয়ে পদ্যের মাথা ঘোরে।