সবকিছু যেথা একদিকে ধাঁয়,
একই সুর বাজে একই গান গায়
বাকি যা কিছু তাদের মতো
যাওয়ার পথে ছন্দে মেলায়।।


রোদ যদি হত হাসির মতো
তারারা এসে চোখে জড় হত
কথার পিঠে রাত্রি কেটে
নতুন ভোরে চুমু দিয়ে যেত।


ঠিক তার মতো সহজ হাসিতে
বিকেলের সুরে কোমল বাঁশিতে
এলোমেলো সুরে ভেসে যেতে যেতে
বলছে শুধু ভালো যে বাসিতে ।


ভালোবাসা তার বাসা খুঁজে নেয়
খুব সহজে চেনা হয়ে যায়
গুটি বেঁধে রাখা আদর যতো
প্রতি পরশে আবেশে জড়ায় ।।


কতক তোমার ভাবনার মতো
সহজ জীবন জালের সুতো
সবাই যদি এমনি করে
সোজা সাপটা ভাবতে পেতো। ।


মাঝে মাঝে তবু ছন্দ কাটে
ছোট পরিসরে বেদনা ফোটে
পরিচয়হীন বদলে যাওয়া
নটে গাছেদের শয্যা কাটে।।


চাহিদার তাড়া নেই বুঝি তাই
খুব সহজেই মন ভরে যায়
আবডালে যত দুঃখ গুলো
একলা হয়ে বিদায় জানায়। ।


তারারা সবাই হেসে উঠে তাই
কচি আবদারে আঁচল ভরায়
ঠোঁটের কোলে পিছলে গিয়ে
সুখের ঘড়া ভরে দিয়ে যায়। ।