তোমায় দেখে অন্য কোথাও
চোখ সরানো জগত্‍-পাথর দায়,
কী পবিত্র স্বর্গ শোভা
স্নিগ্ধ আলো নাচে তোমার গায়|


তোমার ঠোটের সাদৃশ্যতায়
পাখির ঠোটে আঁধার কাটার গান,
মিষ্টি সে সুর গভীর বুকের
শিকড়ে দেয় মুগ্ধ মায়ার টান|


তোমায় দেখে ঘুম ছেড়ে দেয়
মৃত্যু মুখর দরজা বন্ধ চোখ,
খুব পরাজয় স্বীকার করে
গোঁয়ার রাতের দীর্ঘ কালো রোখ|


বিছানা হয় দেহশূণ্য
বালিশ হারায় স্বজন মাথার ছাদ,
মন্ত্রমুগ্ধ মানুষ পড়ে
সম্মোহনী তোমার চোখের ফাঁদ|


বেঁহুশ প্রহর জেগে উঠে
তোমার যাদুর মায়াবী হাত ছুঁয়ে,
আড়ষ্টতার পাঁজর ভাঙে
গভীর মুখের প্রবল ঝড়ো ফু'য়ে|


শুরু থেকে সেই যে তোমার!
যখন প্রথম অদৃশ্য হয় রাত,
আজ অবধি রেখেছ ঐ
শরীর তেমন সুশ্রী রূপস্নাত|


তোমার জন্ম প্রসূত সুখ
আমৃত্যু তাই প্রেমিক কবির চাওয়া,
নিত্য কালোর শেষে যেন
তোমাকে হয় এমনি করে পাওয়া|