তোমার দু চোখে দেখেছি অঝোর মেঘ,
একটানা তার নিঃসৃত দেহ জলে,
এ জীবন ক্রমে পাচ্ছিল উদ্বেগ,
কাঠ-বিছানাও অদৃশ্য তার তলে|


দুঃসহ ঘড়ি ঘর ছিল কারাগার,
অচিরেই তাও ভেজা মাটি ছোঁবে বুঝি?
চারদিকে শুধু কাঁচের সাদা পাথার,
খড়ের চালেই শুকনো জীবন খুঁজি|


চুলার ভিতর আগুন জ্বলেনা ভাতে,
অচিহ্ন সেও কোথা পাবো তার খোঁজ?
সামান্য কিছু চিড়ে মুড়ি দিয়ে তাতে,
এ জীবন টিকে রাখার চেষ্টা রোজ|


তবুও তোমার থামেনা অনড় চোখ,
এ জীবন পেলে খুশি হবে বুঝি তুমি?
যদি হও তবে যা চাও তাই হোক,
যতটা ইচ্ছে এবার ডুবাও ভূমি|


০১-০৭-২০১৪