ফোঁটা সুযোগেও মানবের কানে
বিলিয়ে যায় সে স্বর্ণ-মুখ,
যুবতী চাঁদের বুকে টেনে ক্রর
রেশমী কালের আঁচড় সুখ|


গলায় পেঁচিয়ে মেঘের কণ্ঠ
ধাতব ইথারে মুখ বাড়ায়,
সমবেত প্রাণ মন্ত্রমুগ্ধ
বিস্ময়ে গিলে পূর্ণ তায়|


ইলমের ঘরে পুঁজি যতটুকু
সবটুকু তার করে জাহির,
এখানে ওখানে পথ প্রান্তরে
ভিতর কিংবা দুর বাহির|


কয়লা প্রাণের সম্মূখে বসে
স্বেচ্ছা শ্রমের ফুল টাঙায়,
সমুদ্র সেঁচা বাক্য-শামুকে
অজস্রবার ধূল রাঙায়|


অজানা রাতে-ও সে হাত বাড়িয়ে
তুলে আনে সাদা কিবা কাজল,
পোয়াতি আষাঢ় সম ছোটে তার
হাতেম তাই'র ঝুম বাদল|


উঠে যদি কারো প্রশ্ন ভেজানো
চিহ্ন-আঙুল নিজ কায়ায়,
'বাণী'র পিছনে দেখি সে তখন
দাড়ানো ধূসর শূন্যতায়|