ভাতের হাঁড়ি পেট হারালে
ভাঙা ঘড়ির কলস-জলে,
আক্ষেপে ঘোর কৃতঘ্ন প্রাণ
উথলে উঠে বুকের তলে|


ভরা কালের রঙিন তারায়
পড়ে অন্ধ রাতের ছবি,
কাঁধের খাতায় বাম কলমে
চরণ বাধে বেহুঁশ কবি|


প্রাচুর্যতায় নীল পালকের
ছন্দ-মাতাল ছুটে চলা,
থমকে গিয়ে উর্ধ্বমুখে
বিষের মেঘে নামায় গলা|


চিত্‍কারে তার সবুজ পাতায়
হলুদ রঙের আসর জমে,
অধৈর্য্যতায় সুখের সড়ক
অদৃশ্য হয় ক্রমে ক্রমে|


একটু ভালো আলোর ঘরে
চোখ টেনে কয় কালো কথা,
বিস্মৃত হয় মগজ থেকে
অতীত পূর্ণ স্বর্ণলতা|


অকৃতজ্ঞ শব্দ-মিছিল
সামনে এগোয় দলে দলে,
একটা পাপের মহাকাব্য
বেড়ে উঠে আকাশ তলে|