অর্ধমৃত জমাট রাতের নিবিড় চোখে
ছিন্ন আধেক
......গৌণ রুহের ভাগ,
মৃতের ভিতর জেগে উঠা জীবন্ত এক
রঙিন পাড়ায়
......টানে চরণ দাগ|


শিকড় থেকে খসে যাওয়া জীবাত্মাদের
উপচে পড়া
......সমুদ্রময় ভিড়,
দ্বিমুখি পথ একটাতে তার কুসুম চাঁদর
অন্যটাতে
......মৃত্যু মুখর  চিড়|


ষড়রিপুর নীল আবেদন জোর হারানো
মনের উপর
......জোরসে করে ভর,
ইচ্ছে ডানায় ছুঁয়ে আসে চাঁদ তারাফুল
রূপকথাময়
......সবুজ তেপান্তর|


দ্বিবিধ পথের ধূলোয় মাখা অনুভূতির
সাদৃশ্যময়
......শুভ্র কালো ফুল,
অহরহ বাতাস হতে গায়ে মাখে
দেহের ভিতর
......বসে থাকা মূল|
_______________________