আজকে যা তোর বোধের অতীত
ধনুক-চোখের ঘৃণ্য পাঠ,
মূল বিবাগি শিল্পিত প্রেম
পেট-উনুনের রক্ত-কাঠ।


ক্ষীর-কথনের শ্রাবনলিপি
মস্ত রকম রস বিমুখ,
আঙুলে যার রূপহীনতায়
চোখ মেলে তোর দৈত্য-সুখ।


স্বচ্ছ ফেরত আরশী-আবেগ
এক মুখে যার রাত্রি-খিল,
জল-কবিতার শিরোনামে
পংক্তিতে ঘোর ভাব-অমিল।


হিরকবাধা পেণ্ডুলামের
দেহস্থিত কূল প্রহর,
অনুভূতির প্রচ্ছদে আজ
সিঁদুর-সিক্ত সিলমোহর।


মেঘের কণ্ঠে মুখ ডোবা বুক
নরম হাতের লৌহ-বাধ,
হঠাৎ নামা বৈরী ধারায়
মাথার উপর আমির ছাদ।


ডিঙি চাপা যুগল পাখির
একলা রোদের পদ্ম-দিন,
আজকে যা তোর রুচির ফ্রেমে
সমুদ্রময় শ্লেষ-রঙীন।


কালকে সে তাই হবেরে তোর
সঞ্জিবনী প্রাণ-প্রপাত,
অনুতাপের অশেষ কাব্যে
পুড়বি কেবল দিবস রাত।