হিন্দু, মুসলিম, বৌদ্ধ,খ্রিস্টান সবাই মোরা সমানে সমান
সাম্প্রদায়িকতার ঊর্ধে মোরা গাই সাম্যের জয়গান।
রক্ত কালো,চুল কালো,ভাষা বলি এক
স্বাধীনতার জন্য করেছি যুদ্ধ, ছিনিয়ে এনেছি স্বদেশ ।
ভেতর যেমন বাহির তেমন মোরা ভাই, ভাই
বাংলা মায়ের সন্তান মোরা,বাংলার কোলে মোদের ঠাই  l
বাংলার ঘরে চৈত্র সংক্রান্তি, পৌষ-পার্বনের মেলা
জাত কুলমান ভুলে মোরা করি আনন্দের খেলা।
পরের সুখে সুখী হই,পরের দুঃখে দুঃখী
সবাই মোরা মিলে মিশে শান্তি ভালবাসি।
এক আকাশের চাদের নিচে আছি সবাই মিলে মিশে
যুগ যুগান্তর রব মোরা সুখ -দুঃখের সাথী হয়ে।
কালো-সাদা ,জাত-বিজাত নয়তো মোরা শত্রুজাত
খাটি মোরা সোনার ছেলে বাংলা মায়ের গর্বজাত।
সাহসী আর তারুন্যে ভরা মোদের যৌবন
সততার আগুনে পুড়ে ভয় করি না মরণ।
ভালবাসা দিয়ে পেয়েছি ভালবাসা,করেছি প্রেমের জয়
মানুষের মাঝে মানুষের প্রেম বেচে থাকুক সর্বময়।