বিদায়
✍ রাজু দাস


বয়ে চলেছে সময়,পড়ে রয়ে শুধু স্মৃতি
যান্ত্রিক জীবনের জন্য সন্ধি করিনি
না কোনোদিন বোঝাপড়া হয়নি,
কেবল লাঞ্ছনা আর বঞ্চনা
সইতে হয় জীবনের তরে,
আজও বার্ধক্যগ্রস্ত দিনগুলো
আমাকে কুরে কুরে খায়।
তোমার দেওয়া কাঠের পুতুলটি
ঘুণ ধরেছে — খাচ্ছে উইপোকা
নয়নে আসে না আর চয়ন
হ্রাস পাচ্ছে আহ্লাদীর শরীরের অঙ্গ
দেখে অশ্রু ঝরে দু’নয়নে,
বিদায় লগ্নে সূর্য অস্তে
নেমে আসবে শোকের ছায়া।