শরশয্যা
✍ রাজু দাস(সুভাষগ্রাম)


মন ভেঙেছে আমার খোকা
মনে বড় ব্যথারে,
মনকে নিয়ে খেলা করিস
কেন তুই খোকারে?
দুঃখের দিনে সাথে থাকবি
বলেছিলিস তাই খোকা।
বিছানায় আমি শরশয্যা
পাশে নেই তুই খোকা,
মা,মা বলে ডাকিস
মায়ের বড্ড কষ্টরে,
ছোট থেকে যতন করলাম
এবার নিজের পায়ে দাঁড়ারে,
চোখে আমার তুলসী পাতা
গলায় সাদা মালা,
চার কাঁধে নিয়ে যাবি
অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ যাত্রা।