অতপর আমিও-
আঘাত করবো কোন প্রিয়দের
সুখ-স্বপনের শুভ লগনে,
দুটি হৃদয়ের আমিই হবো প্রথম ফাটল
আমিই হবো প্রথম বিষাদ, বিবর্ন রঙ
বসন্ত আর বরষা দিনের দ্বিতীয় পুরুষ
সবার মতো হয়তো আমিও-
সুখ খুঁজে নেবো ছোট সওদায়,
দুরন্ত প্রেম দহন জ্বালায় ধুলায় লুটায়-
আমার কি দায়? আমি ভাববো
সময় কোথায়? হিসেব কষার মান-অভিমান,
হয়তো আমিও একই নিয়মে,
খুইয়ে এসেছি প্রিয় যৌবন।
অতপর আমিও-
অভিশাপ হবো, কোন প্রিয়দের,
প্রীতি ডোর গড়া পরিনয় দিনে,
আমিই সেদিন অলিক সুখের অতি প্রলোভন,
ভালবাসাকে গুড়িয়ে দিয়ে, কেড়ে নিয়ে তাকে
মুখোস আড়ালে হাসবো আমিও
বুদ হয়ে থাকা নেশার্ত মুখ- অথবা এ সুখ
হোক না সে বুনো, তাতে কিবা হয়?
নিয়ম মেনেই হবে নয়ছয়,
"গতানুগতিক আমিও পুরুষ"