প্রিয়তমা, আমার শেষ কবিতাটিও তোমার জন্য লিখে রেখে যাবো
দুঃখের নয়, সদ্য ফোটা ফুলের মত লাল পাপড়ির প্রেমের কবিতা।
মনে হয় মাত্রই জন্ম নিয়েছে অনন্ত যৌবনা কেউ-
ঈশ্বরের আর্শি বাদে পেয়েছে মেঘ রং-
পারিজাতের সুবাসে মোহাবিষ্ট তার শরীর, আমি তোমাকেই দিয়ে যাবো
ভালোবেসো।
বিনিময়ে?
যদি অনুমতি পাই ফিরে যেতে চাই।
হয়তো এ পৃথিবী আমার নয়
দেখেছো আমাকে ছুতে পারেনি কোন রং,
আমার শরীর এখনো সাদা, বড্ড ফ্যাকাশে।
আমার আড়ষ্ট মন কোনদিন পায়নি গোলাপ, হয়নি পাখি
বিকেলে নিমন্ত্রন, আর ভালোবাসি বলে কখনো সম্বোধন।


প্রিয়তমা, আমি তোমার জন্য লিখে রেখে যাবো একটি নতুন সকাল
একটি পরিচ্ছন্ন প্রেম, ধুলো মুছে দিয়ে যাবো প্রতিটি কোণার
খুচরো রয়ালিটি আর দুঃখ গলানো পারফিউমও রেখে যাবো আমি
অজ্ঞাত কোন প্রিয়তমার নামে।
এর সবকিছুর অধিকার তুমিই যাবে।


আমায় তুমি নাইবা পেলে অপরাচিতা-
খুঁজে নিও তোমার জন্য রেখে যাওয়া সেই কবিতা।