আমাকে কি ভুলে গেছো মহাকাল?
কতকাল আর এই দিশেহারা দিগন্তে
একান্তে চেয়ে রবো? দুফোটা বৃষ্টি দেবে,
এই ভেবে আর কতো মেঘগুলো হাতরাবো?


আর কতো স্বপ্নের লাশ কাধে যেতে হবে,
সাথী হবে সবটুকু শ্মশানের পোড়া ছাই
আমি চাই যাতায়াত শেষ হোক, অপলক
চেয়ে থাকি, এই বুঝি দিলে ঠাই।


মহাকাল, গতকাল শেষ রাতে স্বপ্নেও মরে গেছি,
মিছিমিছি কাঁদছিল গুটিকয় প্রিয়মুখ,
কি যে সুখ মুক্তিতে, অলক্ষ্যে তৃপ্তিতে হেসে গেছি।


হেরে গেছি ভেঙে ঘুম, চেয়ে দেখি আধমরা
রোগে ধরা এ সমাজ, মুখোশের ময়ুরের
বিকৃত কেকা ডাক, থাক থাক- আর নয়
এর থেকে ভালো হয় অন্ধ বা বধিরে
হৃদিরেই বেঁধে রাখি, তাতেও তো সংশয়।


জয় আর পরাজয়, পাপ কিবা পুন্যে
মোহ মায়া করো ম্লান, দেখা হোক শূন্যে
মহাকাল ভালো যদি বেসে থাকো
চেয়ে দেখো পরাজিত এই মুখ,
কত সুখ দিয়েছিলে, সে হিসেব ভুলে যাও
দুই ফোটা বৃষ্টিতে ছুয়ে দাও।