(রূপক কবিতা)
          



ক্ষুধার জমি খুড়ে দিনরাত,
নিজস্বার্থে, বিনামূল্যে কুক্ষেত জমিপ্রেমী;
জমিদার সুখ নিদ্রায় আচ্ছন্ন-
নেই অবকাশ দেখার আপন জমি;
শহরে নগরে একই গান-
সব জমি নয় সমান-
প্রকৃত জমিপ্রেমী খুঁজে ঊর্বর জমি;
প্রতি বার নতুন জমি-
লজ্জিত মাতৃভূমি!
ক্ষুধার জমি খুড়ে দিনরাত;
প্রগাঢ় আঘাত হানে কুক্ষেত জমিপ্রেমী;
নির্লজ্জ ক্ষুধার্ত জমি বার বার কর্দমাক্ত;
ব্যথিত মাতৃভূমি!