"আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে"
  


গর্জে উঠেছে বিপ্লব মানুষের তরে-
থাকবে বহাল, এই কামনা;
একটি লক্ষ্যে, লক্ষ মুখে হাসি ফুটবে-
বিপ্লব দীর্ঘায়িত হোক, এই ভাবনা;


পাহাড়ে পাহাড়ে ঝরা মানুষের ঘাম-
নগণ্য নিপীড়িত ওরা, পায়নি দাম;
পাহাড়ের গাঁ চুষে পড়া ঝর্ণা ধারা করে পান-
যুগে যুগে লাঞ্ছিত যেই সহস্র প্রান-
বিপ্লবী দোহাই, ওরা যেন পায় সন্মান!


গ্রাম-শহরে পথে ঘাটে শত বৃদ্ধ-বৃদ্ধা-
ক্লান্ত দেহে ভিক্ষা মাগে দু'হাতে;
চোখে ভরা বঞ্চনা শোষন অমানবিকতার ছবি-
হয়তো অশ্রু তার মুছে দেবে ভগবান--
তবু, বিপ্লবী দোহাই তোমায়,
          তুমি দিও তাদের প্রাপ্ত সন্মান!
              
             মুখ্য বিপ্লবের প্রতি
   লক্ষ লক্ষ প্রানের বিনম্র আবেদন !!