আজি জীবন খাতায়, পাতায় পাতায়-
খুঁজে পাই শত রঙ-বেরঙ্গের চিহ্ন;
আজি বসে একান্তে, হাজারো ঘষায়-
মুছে দিতে চাই সব, আজি আমি এক ভিন্ন I


গেল যৌবন বসন্ত, খান্ত-অশান্ত,
ফেলে আসা দিন, কিছু মুক্ত কিছু ভ্রান্ত;
আজি দাঁড়ায়ে এপারে, দেখি ওপারে-
কত মারিচীকা স্রোত করেছে সর্বশান্ত I


আজি গোধূলি বেলায়, ভেলায় ভেলায়
ভেসে যায় কত স্মৃতির মেলা;
আজি শেষ-দিগন্তে, জীবন-সীমান্তে
গলছে দেহ মন, আজি আমার পড়ন্ত বেলা I