মেঘ-কালো চুল, মাতাল-মৃগ নয়ন,
সুনন্দিনী শ্যামবর্ণা দুরন্ত যৌবনে,
করেছে তিলে তিলে কতো হিয়ার হরন!!
শিশির সিক্ত গোলাপ অধর,
অধর বেয়ে নামে মধু স্বর,
নাগালের পাশে তবুও দূর বহু দূর,
সিক্ত কেশের সিক্ত সুবাস,করেছে বিভোর!!
কোমল কাঁধে নিভৃতে শুয়ে সহশ্র রাশি রাশি কেশ-
অজান্তে শত-শত চুম্বন করছে গলদেশ!!
কপালী কাঁচুলি সস্নেহে বেধেঁছে মনোহর হ্রদয়-দেশ,
ঢেউখেলা উদরে আঁছিল, নাভিকুন্ডে জলবিন্দুর সমাবেশ!!