শহরে এতো এতো মানুষদের ভিড়ে,
কেন আপনারে আমার মনে পড়ে?
কেন আপনারে আমি ভুলতে পারি না!
শহরে তো অনেক মানুষ আছে,
কেন আমার তাদেরকে মনে ধরে না?
রোজ অনেক মানুষ’ই না আপনারে দেখে,
আপনিই বলেন আমি কেন তাদের মতো আপনারে দেখি না।
কত্তদিন হয় আপনারে দেখি না,
আপনার কি আমাকে দেখতে মন চায় না?
আপনার কি আমার জন্য মন পুড়ে না?
আপনি তো কইতেন, আমারে না দেখলে আপনার মন পুড়ে।
আমাকে তো দেখেননি কত্তদিন, এখন কি আপনার মন পুড়ে না?
তাহলে কি আমাকে বলা কথাগুলো মিথ্যা ছিলো?
আপনার সাথে আর কথা হয় না,
আপনাকে অনেক দিন বলা হয় না “ভালোবাসি”।
আপনি আর কন না, আমার লগে এক কুঁড়ে ঘরে সংসার হইবো।
আপনি কোথায় আছেন? ভালো আছেন তো?
আমারে ছাড়া কি আপনি ভালো থাকতে পারেন?
আপনি জানেন আমি না রোজ বিকেলে,
ওখানে যাই, দূর থেকে আপনাকে দেখার আশায়।
আপনাকে না দেখে মন খারাপ নিয়ে ফিরে আসি।
আপনি কেন আসেন না? আমায় কি আপনি দেখতে চান না?
আমিও আমায় বুঝাইছি, হয়তো ভালো লাগে না তাই আসেন না।
জানেন, আমার একটা রোগ “আপনাকে দেখার অসুখ”।
আপনিতেই সুখ, আপনাতেই অসুখ,
আপনার জন্য মন পুড়ে, আপনাতে মায়া বাড়ে।