এক টুকরো আকাশে ঝলমলে রোদ,
মন‌ খারাপের আঁকাবুকি হাফ ভেজানো জানালায়।
মাঝ-দুপুরে নিঝুম কালো মেঘ জমাট বাঁধছে ঘরের কোণে!
তোমার অপেক্ষায় বহুদিন আজ আর কেউ দাঁড়িয়ে থাকে না, ভিড় জমানো রাস্তার কোণে!
ঘরবন্দী শেকল ভাঙ্গা মনটারও আজ মন কেমন।

অসমাপ্ত ডায়রির পাতায় মায়াবী গন্ধে ঝিম ধরানো রেশ,
টুকরো গল্পের শেষ অংশে অস্পষ্ট ছাপা অক্ষর,
অকাল শ্রাবণ জাগিয়ে তুলছে বিচ্ছিন্ন সময়ের কথন....