শব্দের অভ্যন্তরে অর্থের হেরফের,
বটগাছের শিকড় উপড়ে ফেলা সহজ নয়!
সময় সংলাপ রয়ে যায় অবিন্যস্ত,
খোলা বইয়ের আড়ালে দৃষ্টি পক্ষপাতী!
মনুষ্যত্বে রক্তাক্ত আঁচড় জমাট বাঁধে,
চোখের গোপনে বয়ে চলে স্রোতস্বিনী নদী!


একাকি শহর জুড়ে প্রেমের স্মৃতি,
ফুটপাত সাক্ষী রয়েছে মিলন-বিচ্ছেদের!
ফুচকা ঝালমুড়ি আর গোলাপগুচ্ছে একটুকরো হাসি,
অসময়ে বৃষ্টি ফেলে আসা ঝড়ের রাত!
এখনও কাছাকাছি রয়েছে কিছুটা ফাঁক,
দূরত্বটা মাপছে কিছু মনের খাঁজ!