মৃত্যু উপত্যকা ধরে হাঁটছি,
আর বিচ্ছেদ অবশ্যম্ভাবী জেনেও ভালোবাসছি!
টুপটুপ করে বিবর্ণ পাতা ঝরছে,
শবদেহের সারির মাঝে নিঃস্তব্ধ হয়ে বসে আছি!
প্রার্থনার ধ্বনি বাতাসে ভেসে বেড়াচ্ছে,
শুকনো গাছের ডালে বিষাদ লেগে আছে!
পড়ে থাকা পাতার মরমর শব্দ,
বুক জুড়ে বোবা কান্না জাগাচ্ছে!
গোলকধাঁধার মধ্যে পথ খুঁজে ফিরছি,
দমবন্ধ হয়ে আসছে তবুও হেঁটে যাচ্ছি!