তুমি বসন্তের রঙ হারানো দেখেছো,
আর আমি রঙের উৎসব দেখেছি !
তোমার চোখে আমি আমাকেই দেখেছি!
তোমার দৃষ্টিতে কি যেন‌ আকর্ষণ ছিল,
ঝরা পাতার নিজস্ব ছন্দে তোমায় পেয়েছি!


তোমার হাসির সুর মাদকতা ছড়িয়েছে,
স্তব্ধতা ছেয়ে গেছে  লাইব্রেরির বইয়ের ভিড়ে!
গাছের মরা ডালের ফাঁকে খন্ড চাঁদের উঁকিঝুঁকি!
আকাশ জুড়ে তারাদের টিমটিম আলোর উৎসব,
খোলা জানালা দিয়ে ফাগুনের হাওয়া ঢুকছে!


খোলা মাঠ জুড়ে বোবা কান্না ভেসে বেড়াচ্ছে!
কোথাও পাতা ঝরছে,
আবার কোথাও নতুন প্রাণের দেখা মিলছে!
বইয়ের ভাঁজে লুকানো চিঠিটা
হয়তো হারিয়ে গেছে,
তবে ইশারাটার প্রতি একটা অস্পষ্ট
মায়া রয়ে গেছে!