তোমার জন্য আরেকটা বৈশাখ দিলাম
অতীত তুমি ফেলে এসেছো,
ভবিষ্যৎ তোমার নাও আসতে পারে
শুধু তোমার জন্য বর্তমান।
তোমার জন্য এই বৈশাখ দিলাম।


ঈশান কোনে মেঘ জমেছে কালো
ঝড়ো হওয়ার আশাঙ্খাও জানো,
কত বৈশাখ পার করেছো
কিছুই পরিবর্তন করতো পারো নি।
তবুও এই বৈশাখ তোমায় দিলাম।


পহেলা বৈশাখে পুরানো হিসাব বন্ধ হল
নতুন হিসাবের খাতা খোল,
মিষ্টি মুখে সবাই এক সাথে খেল
ঠিকই আবার পুরাতন ভাবে নতুন খাতা খোল
তবুও এই বৈশাখ তোমায় দিলাম।


নতুন বসনে ঢোল মৃদাঙ্গ বাজিয়ে
পহেলা বৈশাখকে বরন করো,
দ্বিতীয় বৈশাখে ঢোল মৃদাঙ্গ আর নেই
বাউলের ঢুকডুগি আর এক তারার গান গেল কই?
তবুও এই বৈশাখ তোমায় দিলাম।


অসীম শক্তি তোমারি
এই বৈশাখে তোমায় আবার দিলাম,
দক্ষিনা বাতাসে মনকে উরেয়ে দেও
মনে তৈরি করো ফুলের উদ্যান।
এই বৈশাখ তোমায় আবার দিলাম।


ঘুরে বেড়াও মেলায় মেলায়
উরে বেড়াও কৃষ্ণ চূড়ার ফুলে ফুলে
ভেসে বেরাও কৃষকের হাসি মুখে
মেতে রও শোভাযাত্রার সন্মুখে।
এর জন্য তোমাকে এই বৈশাখ দিলাম।
..........১২/০৪/২0১৮