কোন অঙ্গ পানে আমি তাকাই
এ অপর অঙ্গ, ইহা তো আমার নাই
তবে কেন অপর অঙ্গে মজে রই?


অপর অঙ্গে খেয়েছে আদিপিতা
নীতি বিহীন জ্ঞান বৃক্ষের ফল,
কার অঙ্গ সে পেয়েছে, ছেড়েছে কার সঙ্গ পাল?


আমি চাই তোমার সঙ্গ
দেখতে চাই আমার অঙ্গ,
মেটে যেন সকল বাসনা
আপন অঙ্গে, আপন সঙ্গে।


এতো ক্ষনিক আলো তোমার
মিট মিট করে জ্বলে অঙ্গে,
মহাকাল আমার সঙ্গে
কখনো হয়না শুকনো এই কঙ্কাল।


বহু রূপ একই অঙ্গে
ভাবেতে কামনা কামিনীর অঙ্গে,
কামিনীতেই সৃষ্টির বিস্তার
অঙ্গের আরাধনায় কামনার নিস্তার।।


দেহ দেখ আলোয় গিয়ে
বিবস্ত্র মুক্তির অঙ্গ,
শক্তি নেই আঁধারেতে শুয়ে
অঙ্গ অঙ্গ মিলনই কি সঙ্গ?