কতবার ভেবেছি এই বুঝি তুমি এলে,
সকল কিছু ভেঙ্গেচুড়ে দিয়ে
সম্মুখে এসে তুমি বললে, "নেও আমাকে,
নেও, তোমার করে নেও"।
শুধু অপেক্ষা করাই হলো সার,
তুমি আসলে না।


ঝড়-বাদলের মতো,
কত ভয়াবহ দিন কেটে গেলো।
কালো আকাশ যেন ভেঙে পড়লো,
পায়ের নিচের মাটি, শরীরে কম্পন উঠলো,
ভর নিতে না পেরে আমি যেন লুটিয়ে পরিলাম।
এমন সময়ে ও তুমি এলে না।
শুধু অপেক্ষাই হলো সার,
তবু ও তুমি এলে না।


জাগরনের কত রাত কেটে গেলো,
আশা করেছি ভোর হলেই এই বুঝি তুমি এলে।
স্বপ্নে তুমি ঠিকই এলে,
ভোর হতেই তুমি মিলিয়ে গেলে আলোতে।
তুমি আর এলে না।