শুয়ে আছি সাদা বেডে
ওঠার মত শক্তি নেই
পাশে দারিয়ে দু’জন
কখন কি আমার প্রয়োজন।
কানে কে যেন এসে গেছে
বলে গেছে বসন্ত এসে গেছে।


সূর্যের আলো এখানে পরে না
কৃতিম আলোতেও অন্ধকার কাটে হয় না,
আঁধারে আঁধারে কাটে দিন-রাত
শুয়ে শুয়ে জানলা চোখ রেখে
পূর্নিমা রাতে হালকা ঠান্ডা বাতাসে,
বলে দেয় বসন্ত এসে গেছে।


মৃত্যু নিয়ে খেলা করে
জয়ী হতে ইচ্ছা করে,
সবকিছুর বিনিময়ে হলেও
আর কিছু দিন থাকতে ইচ্ছে করে।
সদ্য প্রসূত মায়ের কোলে বাচ্চার কান্নার গলা
মনে করিয়ে দেও বসন্ত এসে গেছে।।


বহুতল ভবনের শুন্যে শুয়ে আছি
শোনা যায় মৃত্যুর কোলাহল হর্ন্,
রক্ত রাঙা পলাশে শালিকের একতান
কুহু কুহু কোকিলের গান।
শরীরে ভাজে ভাজে অন্য রেখা সাজে
দেখে মনে হয় বসন্ত এসে গেছে।


গাছে থেকে শুকিয়ে ঝরে পরে
শেষ বিছানায় শুয়ে আছি,
এই বসন্ত এখন আমার কাছে দামি
মুকুলিত বীজে বাজে রাগিনীর ধ্বনি।
এই বসন্ত শেষ বসন্ত
এই বসন্তে আমি ক্লান্ত।