বাঁচতে চাও বাঁচো ---  আরো শক্ত করে বাঁধো ঘরের দেয়াল
শুধু একবার ভাবো -- যে শিশুরা বড়ো হচ্ছে অথবা জন্মাবে কাল
তুমি কি তোমারি মতোই তাদের বাঁচতে শেখাবে?


তুমি মাটিতে রাখোনা হাত, তুমি ভাবো মাটিতে জঞ্জাল
বাতাসে ভরসা নেই তোমার, তুমি মুখোশে অন্তরাল
তোমার পুরোনো পথে মহামারী ----  তুমি কোথায় পালাবে?


বাতাসে মাটিতে সর্বত্র ছড়িয়ে রেখেছো তোমার গরল
তুমিতো কোথাও রাখোনি এক ফোটা বিশুদ্ধ জল
একটি শস্য দানাও রেখে যাচ্ছনা তুমি, অভুক্ত শিশুরা কি খাবে?


পৃথিবীর যাকিছু সুন্দর, যা কিছু আনন্দময়
তুমি ভোগ করে গেছো সব শুধু রেখে যাচ্ছ ভয়  
জলে স্থলে বিশুদ্ধ কিছু নেই আর, শিশুরা কোথায় দাঁড়াবে?


পৃথিবীর যত প্রাণী আছে কেউ নয় মানুষের চেয়ে স্বার্থপর, বুদ্ধিহীন
কোনো প্রজাতীর কোনো প্রাণী রেখে যায়না এতো দায়, এতো ঋণ
স্বজনের সব ভাগ চুষে নিয়ে তুমি  স্বর্গের কোন দরোজায়  যাবে?


জানি শিশুদের ক্ষমা তুমি পাবে- ওদের ক্ষমা অন্তহীন
কিন্তু তুমিতো জানো পৃথিবী-প্রকৃতি আজ  প্রতিশোধে সঙ্গিন
আর তাই তুমি দেখে যাবে মৃত্যুর আগে COVID-19


হতভাগ্য আমরা দেখেও দেখোনি  প্রকৃতির পূর্বাভাস
অথচ আমাদের বহু আগে যা দেখে গেছে ম্যালথাস
আজ এতো জঞ্জাল এ তুমি কোথায় পোড়াবে?