শহরে ও গ্রামে, গরমে ও ঘামে
খেটে খাওয়া লোক রাস্তায় নামে
কোথায়  দাঁড়াবে তারা? ছায়া নেই রোদে।
কখনো এ কথা এসেছে কি বোধে ?


তুমিতো জানোনা কি কষ্ট পায় তারা
যারা খেটে খায় আবাদি জমিতে কিংবা রাস্তায়
প্রখর সূর্যের নিচে অক্লান্ত সারাটা দিন।
তুমিতো সৌখিন। সুগন্ধী নুতন গাড়িতে,
জ্যামের সারিতে পত্রিকা পড়ো গম্ভীর মুখে।
একবার চোঁখ তুলে দেখো -- দগ্ধ দুপুর -বৃক্ষহীন।


খেটে খায় যারা সারাদিন জীবনের অভাব বঞ্চনায়,  
যদি একটু ছায়া পায় -- ওরা বহুদূর হেটে যেতে পারে।
সূর্যের তাপদাহে ওরাযে শক্তিহীন।
তুমিতো ক্ষমতাসীন, তুমি কতকিছু পারো  
দাও তুমি বৃক্ষের ছায়া এই চৈত্রের মাসে।
যদি ইচ্ছে হয় তুমিও দাঁড়িও এইখানে একদিন।